• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে অবমুক্ত হলো সরকারী খাল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

ডামুড্যা প্রতিনিধিঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা  ইউনিয়নের মাস্টার বাজার এলাকার সিড্যা মৌজায় খালের জমি ভরাট করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে উচ্ছেদ কররা হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার  দুপুরে এ অভিযান পরিচালনা করেন  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আবদুলাহ আল মামুন।

 

ডামুড্যা সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্র জানা যায়, সিড্যা ইউনিয়নের পূ্র্ব সিড্যা মাস্টার বাজারে সিড্যা মৌজায়, ১নং খাস খতিয়ানের খাল ভরাট করে জনৈক মো. কামাল হোসেন মুন্সী ও মোঃ মনির মুন্সী, সাং নান্দ্রা,দারুল আমান ২ শতাংশ সরকারী খাল ভরাট করে অবৈধভাবে জমির উপর টিনশেড বিল্ডিং নির্মাণকালে খালের পাশে স্থাপনা করায় গতকাল  বুধবার দুপুরে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আবদুলাহ আল মামুন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় উচ্ছেদ অভিযানে  সহায়তা করেন ডামুড্যা  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ ও ডামুড্যা থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই উচ্ছেদ অভিযান অভিযান অব্যাহত থাকবে এবং সকল অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হবে।