• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় আমন চাল সংগ্রহের উদ্ধোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

ডামুড্যা প্রিতিনিধিঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আমন মৌসুমে সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযান-২০১৯-২০২০ অর্থ বছর এর উদ্বোধন করা হয়েছে। এবছর ডামুড্যা  উপজেলার ৮ জন বৈধ লাইস্যান্স ধারি মিলারের কাছ  থেকে ৭৩’ মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২ জানুয়ারি ডামুড্যা  উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে আমন চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপাপ্ত) আবদুলাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, মিল মালিক সামাদ সরদার সহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় মিল মালিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার কৃষকদের কথা বিবেচনা করে সার সহ অন্যন্যে উৎপান উপকরনে ভর্তুকি দিচ্ছেন এবং কৃষক যেনো ধানের সঠিক মূল্যে পায় সে জন্য কৃষকদের কাছথেকে সরকার ধান কিনছেন, এখন আবার মিলারদের থেকে সঠিক দামে চাল সংগ্রহ করছেন।