• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় চালের মূল্য বৃদ্ধির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

 

শরীয়তপুর ডামুড্যায়  করোনা ভাইরাস সংক্রমণের আশংকায় বাজারে চালের মূল্য বৃদ্ধি করেছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকার মনিটরিং টিম।

বৃহস্পতিবার  (১৯ মার্চ) চালের বাজারে মনিটরিং অভিযান পরিচালিত করেছে শরীয়তপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ পরিচালক সুজন কাজী।

সকাল ১১ টায় শুরু হওয়া অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চাল বিক্রি করায়, ডামুড্যা  বাজারের দুইটি প্রতিষ্ঠানকে মোট ১১০০০ হাজার  টাকা জরিমানা করা হয়।

অভিযানে ডামুড্যা বাজারের প্রধান প্রধান চালের আড়ৎ, পাইকারি ও খুচরা দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মজুদদারি পরিহার করে, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

শরীয়তপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ পরিচালক সুজন কাজী বলেন অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন, ক্যাবের শরীয়তপুরের সভাপতি মো. বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের সদস্যরা।