• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

 

সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের ডামুড্যা  উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহোযোগীতায়  ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের   কার্যলয়ের সামনে থেকে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে আবার একই যায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি আবদুলাহ আল মামুন এর 
 সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপজেলা  চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ,উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রোগ্রামার মোঃ লিটন মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান গন ও স্কুলের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বাংলাদেশের সকল টেলিভিশন গুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলের মানুষ ডিজিটাল প্রযুক্তির আওতায় এসেছে যেমন আগে কৃষকরা কৃষি বিষয়ে কোনো কিছু জানতে পারতো না, সে কারনে তাদের অনেক লোকসান গুনতে হতো। কিন্তু এখন আর সে লোকাসান গুনতে হচ্ছে না। তারা এখন আ্যপস এর মাধ্যমে কৃষি সেবা পাচ্ছে। যাতে করে তাদের কোন মৌসুমে কোন ফসল আবাদ করা লাগবে তা তারা সহজেই জানতে পারে। এটাই হলো ডিজিটাল বাংলাদেশ।