• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনু্ষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

 

 শরীয়তপুর জেলার ডামুড্যা  উপজেলার কনেশ্বর  ইউনিয়নে ১ নং ওয়ার্ডের কনেশ্বর গ্রামে ১১ ডিসেম্বর  বুধবার সকাল ১১ টার সময় তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজের  বাড়ি উঠানে অনুষ্ঠিত বৈঠকে ৫০ জন নারী অংশ গ্রহন করে।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে অংশ গ্রহন করেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী,  উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈম, কনেশ্বর ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ওমর ফারুক, 
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রাজিয়া সাথী,তথ্যসেবা 
সহকারীবিথী রানী দাস ও হাবিবা জান্নাত বক্তব্য রাখেন এছাড়াও স্থানীয় বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী সহ বিভিন্ন নারী সংগঠনের মহিলাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা ও ডিজিটাল সেবাসমূহের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।  ডামুড্যা  উপজেলা তথ্য কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের মহিলারা উপস্থিত ছিলেন।