• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯  

 

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে অনু্ষ্ঠিত হয় "দেশব্যাপী মশক নিধন  ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সচেতনামূলক র‍্যালী ও আলোচনা সভা। বৃহস্পতিবার (১আগস্ট) বিকালে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী টি বের হয়ে উপজেলা চত্তর ঘুরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহাম্মেদ,প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,প্রানি সম্পদ কর্মকর্তা আহসান উল্লাহ মানিক, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মালেক সহ আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী গন।সভায় বক্তাগন বলেন আমরা সকলেই যদি সচেতন হই তাহলে আমাদের ভয়ের কোন কারন নেই।
আমরা আমাদের  বাড়ির আসে পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাবো এবং প্রতিটি ইউনিয়ন বাসিদের বলবো আতংকিত না হয়ে  সচেতন মূলক ভাবে চলাচল করলে কোন সমস্যা হবেনা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী  কার্যক্রম চালিয়ে যাচ্ছি।  । আমরা চাই পৌরসভা সহ
ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে মশার বিস্তার রোধের জন্য  ওষুধের মাধ্যমে মশার জীবাণু ধ্বংস করার ব্যবস্থা হাতে নিয়েছি। যাতে করে আমাদের উপজেলা বাসির  সকলে ডেঙ্গু থেকে নিরবিগ্নে চলাচল করতে পারে।