• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় বঙ্গবন্ধুর "জন্মশতবর্ষ" উদযাপন উপলক্ষে সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

ডামুড্যা প্রতিনিধিঃ শরীয়তপু‌রের ডামুড্যায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তু‌তিমূলক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ সোমবার  (৩০ ডি‌সেম্বর) ২০১৯ ইং সকাল সা‌ড়ে ১০টার দি‌কে  উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। এ সময় উপজেলার সরকা‌রি-‌বেসরকা‌রি উদ্ধতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
বক্তারা ব‌লেন, মানুষের অন্তরে গাঁথা বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, দেশ গঠনে বঙ্গবন্ধুর রক্তক্ষয়ী অবদান, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা ইতিহাস শুনতে হবে। সাধারণ মানুষের হৃদয়ে লিখিত এসব মহামূল্যবান ইতিহাস রেকর্ড করতে হবে। তাহলে আমরা জাতির পিতার সম্পর্কে না জানা অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আবিষ্কার করতে পারব। জাতি ইতিহাস বিকৃতির হাত থেকে মুক্তি পাবে। সেই ইতিহাস প্রকাশ করতে হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন  নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করা হয়। সভার প্রস্তাব অনুযায়ী ‘মুজিব শতবর্ষ প্রতিপাদ্যকে ধারণ করে ডামুড্যায় সকল কর্মকান্ড পরিচালিত হবে। মুজিব শতবর্ষ পালন উপল‌ক্ষে ‌ সহকারী কমিশনার ভূমি আবদুলাহ আল মামুন কে সভাপ‌তি ক‌রে ১০ সদস্য বি‌শিষ্ঠ এক‌টি ক‌মি‌টি করা হয়।