• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় বেগম রোকেয়া দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

শরীয়তপুর জেলার ডামুড্যায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয়েছে। 

সোমবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এই সম্মাননা দেওয়া হয়। 

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলার ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা-বিষয়ক দপ্তরের যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পারভীন আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আমেনা বেগম, সফল জননী শ্রেণিতে সেলিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু এই বিভাগে সালমা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম কে জয়িতা নির্বাচিত করা হয়েছে।

উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ফাতেমা নাহিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। আরোও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মুকিম, অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত এমারত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।