• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠান কে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

ডামুড্যা প্রতিনিধিঃ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে ৩ প্রতিষ্ঠান কে ১৫  হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে। 

নিয়মিত তদারকির অংশ হিসেবে  ২ সেপ্টেম্বর   সোমবার  শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অভিযান পরিচালিত হয়। এসময় ফ্রিজের দাম নির্ণয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে  নির্ধারিত মূল্যের অধিক  মূল্য রাখায় ডামুড্যা বন্দরের তিন প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন হোটেল কে প্রথম বারের মত সর্তক করা হয়। 

উক্ত অভিযান ও জরিমানা করেন সহকারী পরিচালাক  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর সুজন কাজী। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব শরীয়তপুরের সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও জেলা পলিশের এক টি টিম।

এছাড়া উপস্থিত লোকজন এর মধ্যে ভোক্তা অধিকার আইন, ২০০৯ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন ডামুড্যা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলেয়া বেগম ও শরীয়তপুর জেলা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।