• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী পালন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯  

ডামুড্যা  উপজেলা  প্রশাসন  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য  মর্যাদায় পালন করছেন।  দিবসটি পালনে জাতীয়  কর্মসূচির  সাথে মিল রেখে  জাতীয় পতাকা অর্ধনর্মিত করন,জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য  অর্পন, শোক র‌্যালী,আলোচনা সভা,রচনা,চিত্রাংক প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরনের মথ্যদিয়ে দিবসটি পালন করে।

১৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ডামুড্যা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা  নির্বাহী অফিসার দিলরুবা শারমীন। বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝী, ভাইস চেয়ারম্যান  আব্দুর রশিদ গোলান্দাজ,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সহকারী কমিশনার (ভুমি) আবদুলাহ আল মামুন,ডামুড্যা থানার ওসি মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার আজিজুর রহমান শেখ,মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মুকিম সহ বিভিন্ন সরকারী, বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারতাম কিনা তা আপনারা ভাল ভাবেই বলতে ও বুঝতে পারছেন, তিনি  বলেন আমরা স্বাধীন  বাংলাদেশ পেয়েছি জাতির পিতার কল্লানে,  তার সু জুগ্য কন্যা মাননীয়  প্রধানমন্ত্রী আমাদের উন্নয়ন দিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মান কাজ করে জাচ্ছেন। জাতির পিতার রক্তের ঋণ আমরা কোন দিন শোধ করতে পারবোনা। তাই আমরা আজ জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করছি।                  

 
র‍্যালী ও আলোচনা সভার পাশাপাশি ডামুড্যা  উপজেলার সকল মসজিদগুলোতে বাদ জোহর বিশেষ মোনাজাত । মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।