• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

‘ডিবি পরিচয়ে’ চাঁদাবাজি করতেন পুলিশ কনস্টেবল মমিনুর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

রাজধানীর আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় এক পুলিশ কনস্টেবলসহ হাতেনাতে চারজনকে আটক করেছে র‍্যাব। আটকরা হলেন-মো. মমিনুর রহমান (৩৫), আব্দুল হামিদ (৩২), মো. ওয়াহেদ (৪০) ও ওয়াজেদ শেখ (২৩)। এদের মধ্যে মমিনুর রহমান আশুলিয়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল (১২৭৩)।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়া জামগড়া এলাকার নিগার প্লাজার নিচ তলায় নূর মেডিকেল হলের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ, পুলিশ আইডি কার্ড, পুলিশ লেখা স্টিকার, সিগন্যাল লাইট, মাইক্রোবাস, দেশীয় অস্ত্রশস্ত্র, বিভিন্ন ব্যাংকের ১৬টি এটিএম কার্ড, ১২টি মোবাইল সেট, সাতটি মানিব্যাগ, গাঁজা, ইয়াবা, চাঁদাবাজির নগদ ২৮ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।

পুলিশ কনস্টেবল মমিনুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘তার নেতৃত্বেই এই চক্রটি চাঁদাবাজি করে আসছিল।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা চার-পাঁচ বছর ধরে আশুলিয়া, সাভার, টঙ্গী, চন্দ্রা, বাইপাইল এলাকায় সাধারণ ও নিরীহ লোকদের ভয়ভীতি, হুমকি ও গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

র‍্যাব জানায়, এটি একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। চক্রের মূল হোতা ও অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।