• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দাম বেশি রাখায় ডামুড্যায় তিন ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

ডামুড্যা প্রতিনিধিঃ ডাল সহ অন্যান্য পন্যের মূল্যে বেশি রাখায় শরীয়তপুরের ডামুড্যা বাজারের তিন ব্যবসায়ীকে ২১,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর শরীয়তপুর জেলা কার্যালয়। গতকাল ২৮ তারিখ শনিবার সকাল থেকে দুপুর প্রর্যন্ত  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পরিচালিত যৌথ  অভিযানে এই জরিমানা করা হয়।
ডামুড্যা  বাজারের মেসার্স রশিদ স্টোর, মেসার্স রাফি স্টোর ও মেসার্স হাওলাদার স্টোর অতিমূল্যে ডাল সহ অন্যন্যে নিত্যপ্রয়োজনীয় পন্য বেশি দামে
বিক্রয় করেন এমন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখা যায় উক্ত প্রতিষ্ঠান তিনটি বেশি দামে পন্য বিক্রি করছে। এমতাবস্থায় উক্ত তিন প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক মেসার্স রশিদ স্টোর কে ১০ হাজার টাকা,মেসার্স রাফি স্টোর কে ৮ হাজার টাকা ও মেসার্স হাওলাদার স্টোর কে ৩ হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ক্যাব-শরীয়তপুর  সভাপতি  মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং অভিযান চলমান থাকবে বলে তারা জানান।