• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দুর্যোগ, হামলায় সতর্ক করা যাবে হোয়াটসঅ্যাপে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

আশপাশে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসী হামলা সম্পর্কে অন্য ব্যবহারকারীদের সতর্ক করার সুযোগ দিতে হোয়াটসঅ্যাপে ‘ক্রাইসিস রেসপনস’ চালু করেছে ফেসবুক। ফিচারটির সাহায্যে দুর্বল ইন্টারনেট সংযোগ কাজে লাগিয়ে অন্যদের সতর্ক করার পাশাপাশি বিপদ থেকে রক্ষার আবেদনও পাঠানো যাবে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসী হামলার ঘটনার সময় আশপাশে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মোবাইল ফোনে সতর্কবার্তা দেখা যাবে। ফলে হোয়াটসঅ্যাপ বন্ধুদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা উদ্ধারকারীরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এত দিন ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার অ্যাপে এ সুযোগ মিলত। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবে।