• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নদী ভাঙন রোধে সব ব্যবস্থা নেয়া হবে- জাহিদ ফারুক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নড়িয়ায় নদী ভাঙন রোধে সব ব্যবস্থা নেয়া হবে। আশা করি নড়িয়াবাসীকে আর নদী ভাঙনের শিকার হতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি জেলায় কাজ করছি।

রোববার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নড়িয়ায় গত বছর নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ভাঙন রোধের ব্যবস্থা করা হয়েছে। নড়িয়া সাধুর বাজার এলাকায় ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর ডিসি কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, অ্যাডিশনাল এসপি (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ইউএনও জয়ন্তী রুপা রায়, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ী প্রমুখ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সাধুর বাজার এলাকায় ডান তীর রক্ষা প্রকল্পে ২৮০ মিটার অংশ ধসে পড়েছে।