• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নিষ্প্রাণ চুলের জেল্লা ফেরাবে মধু, জানুন ব্যবহারের উপায়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১  

চুল নিয়ে দুশ্চিন্তায় থাকেন না এমন মানুষ কমই আছেন। যেহেতু ঘন কালো মসৃণ চুল সবারই খুব পছন্দ। তাই চুলের নানান সমস্যা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে নারীর সৌন্দর্যের চাবিকাঠি। চেহারায় এক আলাদাই সৌন্দর্য যোগ করে আমাদের কেশ। চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিত্বও তৈরি করে এটি।

শীতকালে আবহাওয়ার কারণে আমাদের চুল অত্যাধিক রুক্ষ হয়ে পড়ে। তাই এই সময় চুলের অতিরিক্ত যত্ন নেওয়া দরকার। একটু সময় বের করে আজ থেকেই চুলের যত্ন নিন। চুলের রুক্ষতা দূর করে জেল্লা ফেরাতে ব্যবহার করতে পারেন মধু। মধু খুব ভালো ময়েশ্চারাইজার, হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এটি। 

১ টেবিল চামচ কুমড়া বীজের তেল ২ টেবিল চামচ মধু ২ টেবিল চামচ নারকেল তেল সব জিনিস মিশিয়ে নিন ভালো করে। ভেজা চুলে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর হালকা কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। অবশ্যই কন্ডিশনার লাগান। সপ্তাহে ১-২ বার এটি লাগালে উপকার পাবেন।

এছাড়াও পাকা কলা, ডিম, মধু একসঙ্গে ব্লেন্ড করে চুলে লাগাতে পারেন। এটি চুলের যত্নে খুবই উপকারী। কলাতে থাকে ময়েশ্চারাইজিং উপাদান, যা চুলকে হাইড্রেড রাখতে সাহায্য করে। চুল সফ্ট করে।