• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় পৌর মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নিয়েছে নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী। মেয়র ও পৌর কাউন্সিলরদের এক মাসের বেতন/ভাতা দান করে দিয়েছেন করোনায় ঘরবন্দি গরীব ও দুস্থ পরিবারদেরকে।
পৌরসভার মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ কাউন্সিলরদের এক মাসের ভাতা সর্বমোট ৩ লাখ টাকা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের পাঁচ দিনের বেতনের টাকা দান করা হয়েছে।
নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, আমরা মনে করছি, শুধু সচেতন করাই যথেষ্ট নয়, এই দুর্যোগের সময় আমাদের আরও কিছু করার আছে। তাই এক মাসের বেতন/ ভাতার টাকা দিয়ে আমরা সহায়তা করছি। আমরা ১ হাজার ২০০ পরিবারকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে রিকশা চালক, ভ্যান চালক, পৌর এলাকার দুস্থ, গরীব পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, এক কেজি ডাল, ২ কেজি আলু, এক লিটার তেল ও একটি গোসলের সাবান ।

তিনি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই যতটা ব্যাপক, এই অর্থ হয়তো খুব বড় অঙ্ক নয়। তবে বিন্দু বিন্দু জল মিলেই হয়ে ওঠে মহাসাগর। আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, যত ছোট অবদানই হোক, সবাই মিলে সেটিই বড় হয়ে উঠবে।
তিনি আরও বলেন, চারপাশের সবার সমালোচনায় মেতে না থেকে, যদি নিজেরা দায়িত্ব নেই ও নিজেদের সাধ্যমতো অবদান রাখি, তাহলেই করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জয় সম্ভব। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।