• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রধানমন্ত্রী’র তহবিল থেকে নন এমপিও শিক্ষক কর্মচারীদের চেক বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ তহবিল থেকে করোনা উপলক্ষে আজ শরীয়তপুর সদর উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫ জন শিক্ষক কর্মচারীদের ৩ লক্ষ ৬৫ হাজার টাকার প্রনোদনার চেক প্রদান করা হয়েছে। এ ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন বরাদ্দ থেকে উপজেলার ১০টি ধর্মীয় প্রষ্ঠিানকে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।

শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। এ এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, এই করোনা দুর্যোগে প্রধানমন্ত্রী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কথাও মাথায় রেখেছেন। প্রধানমন্ত্রী করোনা দুর্যোগে সকল পেশার লোকদেরকেই প্রনোদনার আওতায় এনেছেন। তিনি বাংলার মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সদা সর্বদা অবিচল। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাঙ্গালী আজ যে কোন সংকট মোকাবেলায় সিদ্ধ হস্ত।শেখ হাসিনা যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশের কোন মানুষ কষ্টে থাকবে না ইনশাআল্লাহ।