• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বিজয়ের মাস ডিসেম্বরে ভেদরগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধি: মহান বিজয়ের মাস ডিসেম্বর এর প্রথম দিনে ভেদরগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে উপজেলায় মাস ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ ১লা ডিসেম্বর রবিবার সকালে যুব উন্নয়ন  অধিদপ্তর এর টেকাব শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমান এই কম্পিটার প্রশিক্ষণের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবির। উপজেলা নির্বাহী অফিসার তানবির আল নাসীফ এর সভাপত্তিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা ইনেস্টাক্টর শাহিনুর আক্তার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ছালাহউদ্দিন । মাস ব্যাপি এ প্রশিক্ষণে উপজেলার ১৮-৩৫ বছরে ৪০ জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে যোগ্যতা অনুযায়ী যুব উন্নয়নের প্রাতিষ্ঠানিক সনদ প্রদান করা হবে। এছাড়া তাদের মাঝে সহজ শর্তে যুব ঋণ প্রদান করার ব্যবস্থা রয়েছে বলে জানান।