• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বেসিনের পাইপে জমে থাকা ময়লা দূর করবেন যেভাবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

চর্বি বা তেলজাতীয় খাবার পড়ে বন্ধ হয়ে যেতে পারে বেসিনের পাইপ। এতে পানি নির্গমন বন্ধ হয়ে পড়তে হয় বিড়ম্বনায়। খুব সহজেই জ্যাম হয়ে থাকা পাইপ পরিষ্কার করতে পারেন। জেনে নিন কীভাবে।  

  • চর্বিজাতীয় কিছু পড়ে পাইপ আটকে গেলে আধা কাপ বেকিং সোডার সঙ্গে ১/৪ কাপ লবণ মিশিয়ে ঢেলে দিন বেসিনে।
  • এবার ১ কাপ ভিনেগার গরম করে ঢেলে সঙ্গে সঙ্গে আটকে দিন বেসিনের ড্রেনের অংশ। নাহলে ফেনা বের হবে।
  • ৩০ মিনিট অপেক্ষা করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন। ১ কাপ লবণ ঢালুন বেসিনে।
  • এক কেটলি গরম পানি নিয়ে ধীরে ধীরে পুরোটা ঢেলে দিন লবণের উপরে। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ফুটন্ত গরম পানি ঢালুন বেসিনে। ১ কাপ বেকিং সোডা দিয়ে অপেক্ষা করুন।
  • মিনিট কয়েক পর সমপরিমাণ ভিনেগার ও গরম পানি একসঙ্গে মিশিয়ে ঢেলে দিন।