• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে আউশের প্রনোদনার সার বীজ পেলেন ২৯২০জন কৃষক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ  উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সরকারের প্রনোদনার খরিপ-১ মৌশুমের আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১১ এপ্রিল রবিবার উপজেলা পরিষদ এর সামনে থেকে উপজেলার ২হাজার ৯শ ২০ জন কৃষকের মাঝে  বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলে  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা।

বিষয়বস্তু উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তানবীর হাসান শুভ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আক্তার হোসেন, উপসহকারী কৃষি অফিসার  মামুনুর রশিদ হাসিব,আবদুল কাহার, কায়সার আহমেদ রানা, আল আমীন, আজাদ রহমান, সাংবাদিক শাকিল আহমেদ, শাহাদাত হোসেন হিরুসহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, করোনার প্রদুরভাবে আমাদের শিল্প,ব্যবসা বানিজ্য হুমকীর মুখে। তাই আমাদের সদাসয় সরকার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিকে গুরুত্ব দিয়ে কাজ করছে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি আজ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে সরকার বিনামূল্যে বীজ সার ও প্রনোদনা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় এবারও আউশ ধান বীজ এবং সার প্রদান করছে সরকার। এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের কৃষকরা জাতিয় অগ্রগতিতে অবদান রাখতে পারেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম তার বক্তব্যে বলেন, বৃষ্টি নির্ভর পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বান্ধব সরকারের গৃহীত পদক্ষেপে জাজিরা উপজেলায় ১৩৯০ জন কৃষক পাচ্ছেন বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার।