• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ জুন ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার প্রবেশ দোয়ার ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সস ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ১৬ জুন দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ফিতা কেটে বিট পুলিশিং এর অফিস কক্ষ উদ্বোধন করেন সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক।

বিট পুলিশিং এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সখিপুর থানা অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, “মুজিব বর্ষের অঙ্গিকার,পুলিশ হবে জনতার ” এ প্রতিপাদ্য নিয়ে আজ আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবার দেয়ার জন্য জেলার পূর্ব প্রান্তের চরসেন্সাস ইউনিয়নে  বিট পুলিশিং কার্যক্রম শুরু করলাম।

স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু পুলিশ বাহিনীকে পুলিশ সার্ভিস রূপে গঠন করার স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হতে চলছে। আজ বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক ডঃ বেনজির আহমেদ এর চিন্তার ফসল বিট পুলিশিং কার্যক্রম বিভিন্ন স্থানে সাফল্য বয়ে এনেছে। তারই নির্দেশে ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুবুর রহমান ও আমাদের পুলিশ সুপার এসএম আশ্রফুজ্জামান স্যারের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা ভেদরগঞ্জ উপজেলায় প্রথম বিট পুলিশিং কার্যক্রম শুর করলাম।

তিনি আরো বলেন, এর পূর্বে কমিউনিটি পুলিশিং সেবা চালু হয়েছে। আজ থেকে আমাদের উপজেলায়  বিট পুলিশিং সেবা চালু হল। এখন এ এলাকার মানুষকে  পুলিশি সেবা পেতে কষ্ট করে ১১ কিলো মিটার দূরে থানায় যেতে হবে না।চরসেন্সাস ইউনিয়নে  বিট পুলিশ সেবা পাবেন।এখানে বিট পুলিশ অফিসে একজন পুলিশ অফিসার সপ্তাহের ৫দিন বসবে। এলাকাবাসী তাদের অভিযোগ বিট পুলিশ অফিসে করতে পারবে। এতে পুলিশ ও জনগনের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে।

তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগনের বন্ধু। আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ সার্ভিস বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে। আপনাদের অভিযোগ বিট পুলিশিং অফিসে এসে জানাবেন। পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবে।

চরসেন্সাস ইউনিয় পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস আই,সীব শংকর, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল ওয়াদুদ বালা, এই সময় উপস্থিত ছিলেন পুলিশের এএসআই নাজমুল ইসলাম, আমির হোসেন সহ পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।