• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে মীনা দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস ২০১৯ পালিত হয়েছে। মানসম্মত শিক্ষার থিম নিয়ে এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেঁসে খেলে।’ উপজেলা পর্যায়ে দিবসের কর্মসূচীর মধ্যেছিল শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি, আলোচনাসভা মীনা বিষয়ক রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও যেমন খুশি তেমন সাঁজো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে  উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধের লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় আজ উদযাপিত হচ্ছে ‘মীনা দিবস’। শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশুশ্রম রোধ প্রভৃতি বিষয়ে সচেতন করা ও কার্যকরী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ‘মীনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জনপ্রিয় কার্টুন ‘মীনা’ নামের বালিকা চরিত্রটি মেয়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠায়  সোচ্চার। ১৯৯১ সালে একজন ১০ বছর বয়সী বালিকা হিসেবে মীনা চরিত্রের সৃষ্টি। মীনা চরিত্রটি বাংলাদেশ, পাকিস্তান, ভারত,  নেপাল তথা দক্ষিণ এশিয়ার  মেয়ে শিশুদের প্রতিনিধিত্বকারী একটি বালিকা চরিত্র। ১৯৯৮ সাল থেকে  দেশব্যাপী মিনা দিবস উদযাপন করছে সরকারি- বেসরকারি সংস্থা।