• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জের বালারবাজারে ৬০ হাজার মিটার কারেন্ট জালসহ ট্রলার জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিস ও সখিপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জালসহ একটি ট্রলারজব্দ ও চালককে আটক করেছে।

ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারি মুন্সীগঞ্জের কাটপট্রি  থেকে আগত একটি ট্রলার অবৈধ কারেন্ট জাল নিয়ে ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার ঘাটে অবস্থান করছে। এরপরে সখিপুর থানা পুলিশের সহযোগিতায় বালার বাজার ট্রলার ঘাট থেকে প্রায় (২৮৮ ব্যান্ডল) ৬০ হাজার মিটার নতুন কারেন্ট জাল সহ চালককে আটক করি। জব্দকৃত উক্ত কারেন্ট জালগুলি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তি কে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জব্দ ট্রলারের বিষয় পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহর করা হবে।