• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মাদককে প্রতিহত করতে হবে - পুলিশ সুপার আব্দুল মোমেন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

ডামুড্যা প্রতিনিধিঃ নির্বাচনের সময় গ্রাম্য পুলিশের সকল ধরনের কাজে সহযোগিতা দরকার হয়। আগে নির্বাচনের  গ্রাম্য পুলিশ কোন ভাতা পেত না। এই নির্বাচন থেকে ভাতা পাওয়া শুরু করেছেন আপনারা। আপনাদেরও আমাদেরও মত পোশাক রয়েছে। ডামুড্যা থানায় ওপেন হাউজ ডে পালনের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় থানা চত্বরে এই ওপেন হাউজ ডে পালন করা হয়।

ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত “ওপেন হাউজ ডে” তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন।

এ সময় পুলিশ সুপার বলেন, আপনারা এখন পুলিশের পাশাপাশি গ্রামের সুরক্ষার জন্য কাজ করছেন। আপনারা নিয়মিত মাদক বিক্রি করে তাদের তথ্য দিবেন। মনে রাখবেন মাদক শুধু একজন কে নয় সমাজের সকলের ক্ষতি করে। এতে করে দেশের ক্ষতি হয়। এতে যদি আপনাদের কোন সমস্যা করে মাদক ব্যবসায়ীরা তাহলে আমরা এটি কে প্রতিহত করবো। আপনারা পূর্ণ আস্থা রাখতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহামিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ভাইস চেয়ারম্যান রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, উপজেলা আ.লীগে সভাপতি কামাল উদ্দিন আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রাম্য পুলিশের সদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।