• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মুজিব শতবর্ষে বিআরটিএ`র অনলাইনে বিশেষ তিনটি সেবা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইনে বিশেষ তিনটি সেবা দিচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শরীয়তপুর। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয় উন্মুক্ত এ অনলাইন সেবা। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সেবাগুলো হলো- অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, মোটরসাইকেল রেজিস্ট্রেশন ও বিএসপিতে ইউজার নিবন্ধন । এছাড়া আজ ৩০০ ডিজিটাল নাম্বার প্লেট এবং ডিজিটাল রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হবে।

জেলা প্রশাসক কার্যালয়ে সংলগ্ন বিআরটিএ অফিসের সামনে সকাল ১১টায় জেলা পর্যায়ে বিআরিটএ'র অনলাইন সেবার উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আর আজ যে সেবা দেয়া হচ্ছে এটাই ডিজিটাল সেবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন,  প্রিন্সিপাল (টিটিসি, শরীয়তপুর) স.ম. জাহাঙ্গীর আখতার, জেলার সহকারী পরিচালক জিএম নাদির হোসেন, মোটরযান পরিদর্শক মো. মাহবুবুর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর জামাল হোসেন মীর। এ সময় সেবা প্রত্যাশি গ্রাহক ও বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিআরটিএ জানায়, অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যুর জন্য ভোটার আইডি, শিক্ষা সনদ, ছবি ও ফিটনেস মেডিকেল সনদ, আর মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য শো-রুম পেপার, ভোটার আইডি ও ড্রাইভিং লাইসেন্স কপি নিয়ে আসতে হবে। এছাড়া বিএসপিতে ইউজার নিবন্ধন সহায়তা প্রদান করা হচ্ছে। যা খুব সহজেই সেবা প্রত্যাশি গ্রাহকরা অনলাইনে সেবা পাচ্ছে।