• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

র‌্যাবের অভিযানে মদের কারখানার সন্ধান, জব্দ ১২ হাজার লিটার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০১৯  

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে বালু নদীর তীরে দেশী মদ তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। অভিযানে প্রায় ১২ হাজার লিটার দেশি মদ জব্দ করলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বি ব্লকের বালু নদীর তীরে বড় একটি এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে দেশি মদ তৈরী করে আসছিলো একটি সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালালে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইঞ্জিন চালিত নৌকায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারিরা। এসময়, জব্দ করা হয় প্রায় ১২ হাজার লিটার দেশি মদ।

চক্রটি সেখানে মাদক তৈরী করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলায় সরবরাহ করে আসছিলো বলে জানিয়েছে র‌্যাব। বসুন্ধরা আবাসিক এলাকার দূর্বল নিরাপত্তা ব্যবস্থাকে কাজে লাগিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে মদের কারবার চালিয়ে অসছিলো। মদের কারখানার মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র‌্যাব।