• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর পৌরসভায় দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি :

শরীয়তপুর পৌরসভার পক্ষ থেকে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলাকালিন কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ঘরে ঘরে পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন। ৮ এপ্রিল বুধবার বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. রফিকুল ইসলাম। 

এই সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শরীয়তপুর পৌরসভার দিনমজুর ও নিন্ম আয়ের মানুষেরা কর্মহীন হয়ে কষ্টে রয়েছে। পৌরবাসীর কষ্ট দূরীকরণে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের তালিকা করে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও সাবান দেয়ার ব্যবস্থা গ্রহন করেছি। পৌরসভার অর্থায়নে ১১শত পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হল। অবশিষ্ট ত্রাণ তালিকা অনুযায়ি বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে।

এর পূর্বে (১ মার্চ থেকে) করোনা সচেতনতায় লিফলেট বিতরণ, জীবানু মুক্ত পানি ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।