• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর বনিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার চেম্বার অব কমার্স এবং পালং মডেল থানা এলাকার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্তে জেলা পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মার্চ বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শরীয়তপুর জেলার চেম্বার অব কমার্স এবং পালং মডেল থানা এলাকার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্তে মতবিনিময় করেন পুলিশ  সুপার  এস. এম. আশরাফুজ্জাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আদনান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী, পালং মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদারসহ উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বণিক সমিতির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, হুজুগ বা গুজব ছড়িয়ে জনভোগান্তি সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, দেশে করোনা আতংকের ধুয়া তুলে পন্যের মূল্য বাড়ালে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়া হবে।