• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ছাত্রীদের মাঝে স্যনিটারি টাওয়েল বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানিটারি টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচির’ আওতাধীন। শরীয়তপুরের সদর উপজেলার মাহমুদপুর মর্ডান উচ্চ বিদ্যালয়ে বয়ো:সন্ধিকালীন নির্বাচিত ২০০ জন  কিশোরী ছাত্রীর মধ্যে স্যানিটারি টাওয়েল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকালে মাহমুদপুর মর্ডান বিদ্যালয় মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক খাদীজাতুন আসমার এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি  ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।   
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব রহমান শেখ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। এসময়  উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

অনুষ্ঠানে বক্তাগন সরকারের যুগান্তকারী এই কর্মসূচির ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরর্দশী চিন্তার ফসল হচ্ছে এ প্রকল্প। এ ধরণের কর্মসূচি গ্রহণ করায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরকে সাধুবাদ জানানো হয়।
উল্লেখ্য, স্কুলে নারী শিক্ষার্থীর জন্য আলাদা টয়লেট থাকলেও সেখানে মাসিক ব্যবস্থাপনা বলতে কিছু নেই। তাই ৪০ শতাংশ ছাত্রীকে মাসে গড়ে ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকতে হয়। উপস্থিতি না থাকায় লেখাপড়ায় পিছিয়ে পড়তে হচ্ছে এদের।
অনেক সময় আর্থিক অবস্থার কারণে স্যানেটারি টাওয়েল বা প্যাডের পরিবর্তে ময়লা কাপড় ব্যবহারের ফলে নারী শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এদেরকে বিনামূল্যে সরবরাহেই সরকারের এই টাওয়েল বিতরণ কর্মসূচি।