• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে প্রায় ৩১ হাজার শিশু আসছে হাম-রুবেলা টিকার আওতায়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি: হাম-রুবেলার টিকা দেওয়া বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়। শরীয়তপুরে  ১২ ডিসেম্বর থেকে  আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সময়ে ৯ মাস থেকে ১০ বছর বয়সী প্রায় ৩ লাখ ৮ হাজার ৪৫ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরুর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ জানান, জেলার ৬ টি উপজেলা, একটি থানা ও ৬টি পৌরসভায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৩ লাখ ৮ হাজার  ৪৫ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ৪ হাজার ৮২৪টি ক্যাম্পে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্বে প্রতিদিন ৪০০ জন এবং প্রতি ঘণ্টায় ১৬ জন শিশু হাম-রুবেলায় মারা যায়। তাই এ বিষয়ে অভিভাবকরে সচেতনতা জরুরি।

এ সময় শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুনীর আহম্মেদ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাসুদ হাসান, নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, জেলা ইপিআই সুপারিনটিনডেন্ট মো. মোজাম্মেল হকসহ  জেলার সংবাদিকরা উপস্থিত ছিলেন।