• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ভূয়া এসপি সহ দুই জন আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলার গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রাম থেকে ভূয়া পুলিশ সুপার মোঃ রাকিবুল ইসলাম হাওলাদার (৩২) ও তার সহযোগী দেলোয়ার বেপারী (৩৫) কে আটক করেছে।
জেলা ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, ভূয়া এসপি পরিচয়দানকারী রাকিবুল ইসলাম এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকুরী দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। শরীয়তপুর জেলা পুলিশ সুপার এর বরাবরে ডামুড্যা থানার ধানকাঠি ইউনিয়নের চর মালগাঁও গ্রামের মোঃ উজ্জল হাওলাদার লিখিত অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে। আটকৃত রাকিবুল ওই এলাকার মৃত মোতালেব হাওলাদারের পুত্র আর দেলোয়ার একই এলাকার মৃত খলিল বেপারীর ছেলে বলে জানা গেছে।
শরীয়তপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম জানান, ধৃত রাকিবুল ডামুড্যা উপজেলার চর মালগাঁও গ্রামের উজ্জল হাওলাদারের কাছ থেকে দূর্নীতি দমন ব্যুরোর অফিসের কম্পিউটার অপারেটর পদে চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই মর্মে অভিযোগ করার পরে শরীয়তপুর জেলা ডিপি পুলিশ তাকে নিজ গ্রামের বাড়ী থেকে আটক করে। এসময় অন্যান্য লোকজনও তাদের কাছ থেকে প্রতারনার মাধ্যমে টাকা নিয়েছে বলে অভিযোগ করেছে।