• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেফতার ৩

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ শরীয়তপুরের নড়িয়া উপ‌জেলার জপসা ইউ‌নিয়‌নের লক্ষীপুর (গুচ্ছগ্রাম) গ্রামে মেহেদী হাসান রতন (৯) না‌মে এক স্কুল ছাত্রকে পেট কে‌টে ও মুখে কিল ঘুসি মে‌রে হত‌্যা ক‌রা হ‌য়ে‌ছে। এ ঘটনায় গতকাল (১৭ আগস্ট) সোমবার সকাল সা‌ড়ে ৬টার দি‌কে মামলার আসামী তিন জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। মঙ্গ‌লবার (১৮ আগস্ট) দুপুরে মাদারীপুর ক্যাম্পের র‌্যাব-৮ (সিপিসি-৩) স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম এক‌টি প্রেস রি‌লি‌জে এ তথ‌্য দি‌য়ে‌ছেন।

‌গ্রেফতারকৃতরা হ‌লেন- নড়িয়া উপ‌জেলার জপসা ইউ‌নিয়‌নের লক্ষীপুর (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত নওয়াব আলী জমাদ্দারের ছে‌লে আবুল জমাদ্দার (৭০), আবুল জমাদ্দারের ছে‌লে বাবু জমাদ্দার (২২) ও মানিক সরদারের ছে‌লে শুভ সরদার (১৮) ।
 
র‌্যাব জা‌নি‌য়ে‌ছেন, গত ৯ আগস্ট  দুপুরে ন‌ড়িয়া উপ‌জেলার লক্ষীপুর (গুচ্ছগ্রাম) গ্রামের আজাহার মাদবরের ছে‌লে ও স্থানীয় মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মেহেদী হাসান রতনকে স্থানীয় চারজন মি‌লে পেট কে‌টে ও মুখে কিল ঘুসি মে‌রে হত‌্যা ক‌রে। প‌রে গুম করার উ‌দ্দে‌শ্যে পা‌শের এক‌টি নদী‌তে ফে‌লে দেয়। ওই‌দিন গুচ্ছগ্রাম এলাকার নদী থে‌কে পু‌লিশ শিশু‌টির মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তর জন‌্য শরীয়তপুর সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠায়।

প‌রে ১০ আগস্ট নিহত রতনের বাবা আজাহার মাদবর বাদী হ‌য়ে চারজন‌কে আসামী ক‌রে এক‌টি মামলা ক‌রেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত আসামীদেরেকে গ্রেফতারের জন্য র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ককে বিশেষ ভাবে অনুরোধ করেন।

সে অনুযা‌য়ি র‌্যাব গতকাল ১৭ আগস্ট সকাল সা‌ড়ে ৬টার দি‌কে চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার তিন আসামী আবুল জমাদ্দার, বাবু জমাদ্দার ও শুভ সরদার‌কে ন‌ড়িয়া মশুরা বাজার এলাকা থে‌কে গ্রেফতার ক‌রে। গ্রেফতারকৃতদের নড়িয়া থানায় হস্তান্তর করা হয়ে‌ছে। মামলার অন‌্য আসামী‌কে গ্রেফতা‌রে চেষ্টা করছে র‌্যাব।

ন‌ড়িয়া থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. হা‌ফিজুর রহমান ব‌লেন, ‌শিশু মেহেদী হাসান রতনকে হত‌্যার ঘটনায় তিন আসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। আসামী‌দের আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি হত‌্যার ঘটনা উদঘাট‌নের জন‌্য পু‌লি‌শের পক্ষ থে‌কে ১০ দি‌নের রিমান্ড চাওয়া হ‌য়ে‌ছে।