• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে হত্যাকারীকে গ্রেফতার করায় তদন্তকারী কর্মকর্তা পুরস্কৃত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

 

শরীয়তপুরের পালং মডেল থানার হত্যা মামলার মূল আসামী বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করায় তদন্তকারী কর্মকর্তা এস, আই আতিয়ার রহমানকে পুরস্কৃত করেন অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন। শনিবার রা‌তে পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা এস,আই আতিয়ার রহমানের হাতে তুলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন।
পালং থানার মামলা নাম্বার ২৭ (৪) ২০২৯ ধারা ৩৯৪ / ৩০২ /৩৪ প্যানেল কোড এর প্রধান আসামি (মূল খুনি) বেলায়েত কাজী কে মাদারীপুর জেলার দক্ষিণ খাক সারা এলাকা থেকে গ্রেফতার করেন। এস,আই আতিয়ার রহমান বলেন, পালং মডেল থানাধীন আংগারিয় এলাকায় এক অটো চালককে হত্যা করা হয়। দির্ঘদিন চেস্টা করে পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন স্যারের সহযোগিতায় হত্যা মামলার মূল আসামী বেলায়েতকে গ্রেপ্তার করতে সফল হয়।তাই স্যার আমাদে উৎসাহ যোগাতে আমাকে ৫টাকা পুরস্কার প্রদান করেন। উক্ত বেলায়েত কাজী একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি মামলার অন্যতম আসামি।