• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ৮০টি প্রতিষ্ঠান পরিদর্শন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজার, মনোহর বাজার, আমিন বাজার ও বুড়িরহাট বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর শরীয়তপুর জেলা কার্যালয়। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই বাজারগুলোর ৮০টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিত্যপ্রয়োজনীয় জিনিস বেশি দামে বিক্রি করায়, তাদের ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, বাজারগুলোতে ঔষধের দোকান,  চালের দোকান, মুদি দোকান, সবজি দোকান ও মাংসের দোকানসহ ৮০ টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করি। বেশি দাম রাখার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার  টাকা সতর্কতামূলক জরিমানা করি।।  জরিমানা আরোপের পাশাপাশি ব্যবসায়ীদেরকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় শরীয়তপুর জেলা ক্যাবের সভাপতি  বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।