• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরের নড়িয়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

 

শরীয়তপু‌রের নড়িয়া উপজেলায় সিআইজি কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হ‌য়ে‌ছে। র‌বিবার  (১২ জানুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৩টার দি‌কে শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যাল‌য়ে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম এনএটিপি ২ প্রকল্প এ আইএফটুয়ের আওতায় এ কৃষি যন্ত্রপাতি বিতরণ।
প্রকল্পের আওতায় নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৪০টি দলের মধ্যে  ১১টি দলকে ১১টি পাওয়ার টিলার, ৬টি ধান মাড়াই কল, একটি ধান কাটার কল, পরিবহনের জন্য একটি পিকআপ ভ্যান বিতরণ করা হয়। 
প্রধান অতি‌থি হি‌সে‌বে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের । প্রধান অতি‌থি ব‌লেন, বর্তমান সরকার বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃ‌ষিসহ সকল ক্ষে‌ত্রে উন্নয়ন কর‌ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সরকার আছেন ব‌লেই দ্রুতগ‌তি‌তে পদ্মা বহুমূখী সেতু হ‌চ্ছে। ২০২১ সা‌লে বাংলাদেশ হ‌বে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সা‌লে দেশ হ‌বে উন্নয়নশীল। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাক‌লে দেশ উন্নয়নের দি‌কে এগি‌য়ে যায়।
এ সময় শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আমির হামজা,নড়িয়া উপজেলা কৃষি  কর্মকর্তা কৃষিবিদ  রোকনুজ্জামান, নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক সিআইজি কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপ‌স্থিত ছি‌লেন।