• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপু‌রে দুদকের গণশুনা‌নি‌

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ শরীয়তপু‌রে দুর্নী‌তি দমন ক‌মিশন দুদকের গণশুনানি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১২ ডি‌সেম্বর) সকাল ১০টার দি‌কে জেলা প্রশাসন ও সদর উপ‌জেলা প্রশাস‌নের সহ‌যো‌গিতায় ও ফ‌রিদপুর সম‌ন্বিত জেলা কার্যালয়  দুর্নী‌তি দমন ক‌মিশনের আয়োজ‌নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয় । গণশুনা‌নি‌তে ৪৩টি অভিযোগ তুলে ধরা হয়।

শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তা‌হে‌রের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি ছি‌লেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান। বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপার আব্দুল মো‌মেন, সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল হা‌সেম তপাদার, সদর উপ‌জেলা নির্বাহী অফিসার মো. মাহবুর রহমান শেখ, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান। এ সময় জেলা সরকা‌রি-বেসরকারি দপ্ত‌রের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিগণ, সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

সরকারি সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি শ্রবণ, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। দুদকের গণশুনানিতে জেলা সরকা‌রি দপ্ত‌রের কর্মকর্তা-কর্মচারীদের  দুর্নীতির অভিযোগের বিষ‌য়ে শুনা‌নি হয়। এর আগে গত এক সপ্তাহ ধ‌রে অভি‌যোগ নেয় দুদক।

গনশুনা‌নি শে‌ষে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান ব‌লেন, দুর্নী‌তি মানু‌ষের চিন্তা, চেতনা,  বু‌দ্ধিমত্তা, মনন‌শীলতা ম‌ধ্যে ঢু‌কে গে‌ছে। এসব থে‌কে আমা‌দের সক‌লের বে‌রি‌য়ে আস‌তে হ‌বে। ম‌নে রাখ‌তে হ‌বে তথ্য পাওয়া আমা‌দের আইনি অধিকার, সেবা পাওয়া আমা‌দের নাগ‌রিক অধিকার ও দুর্নী‌তি মুক্ত দেশ আমা‌দের সাং‌বিধা‌নিক অধিকার।