• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শাহ আমানতে স্বর্ণের বড় চালান আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে সোনার বড় চালান আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম যৌথভাবে চালানটি আটক করে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে করে সোনার বার নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে আমরা আগে থেকে সর্তক অবস্থায় ছিলাম। সকাল ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর আমরা তাতে তল্লাশি চালাই। এসময় বিমানের সিটের নিচে একটি ব্যাগ পাওয়া যায়। পরে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৬০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার সোনার বারের আনুমানিক মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।

তিনি আরও বলেন, কে বা কারা সোনার বারগুলো নিয়ে এসেছে এটি নিশ্চিত হওয়া যায়নি। কাস্টমস কর্মকর্তারা সর্তক অবস্থায় থাকায় পাচারকারী বিমানের ভেতরে রেখে যাত্রীবেশে নেমে পড়েছে হয়তো।