• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শিশু মনে দেশপ্রেম ও সততার বীজ বপন করুন দেশ এগিয়ে যাবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯  

 

শরীয়তপুর জেলা প্রশাসক  কাজী আবু তাহের  বলেছন,আমাদের কোমরমতি শিশুদের   মনে দেশপ্রেমে আর্দশ আর সততার বীজ বপন  করুন তাহলেই আমাদের দেশ  বহুদুর এগিয়ে  যাব।  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ  যে ভাবে উন্নয়নে মহাসড়কে  এ গিয়ে যাচ্ছে  তাতে  আমরা ২০২১ সালের  মধ্যে মধ্যম আয়ের দেশও২০৪১ সালে উন্নত দেশ হবো। আমাদের সব আছে এখন শুধু প্রয়োজন দেশপ্রেম  ও সততার। প্রথমিক বিদ্যালয়ে শিক্ষকরা  সে কাজটি বাস্তবায়নে  প্রধান  শক্তি।
জেলা প্রশাসক  আজ বৃহস্পতিবার  দুপুরের  ভেদরগঞ্জ  উপজেলার  গৈড্যা বোর্ড মডেল সরকারি  প্রাথমিক  বিদ্যালয় পরির্দশন শেষে  বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলাপ  কালে এ সব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার হোসন  এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ, উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া,সহকারী  উপজেলা  শিক্ষা অফিসার  মোঃ জাকির হোসেন। 
এর পূর্বে  জেলা প্রশাসক  ভেদরগঞ্জ  সাব রেজষ্টার অফিস ও উপজেলা  ভুমি অফিস  পরির্দশন করেন।