• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি‌ঃ "মুজিব বর্ষের শফথ, সড়ক করবো নিরাপদ" এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উদযাপন  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা প্রশাসন ও বিআরটিএ'র আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট আবেদা আফসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওন, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল-মুরাদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ খান, জেলা বাস মালিক সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার ও জেলা নিরাপদ সড়ক চাই(নিসচা)'র সভাপতি এডভোকেট মুরাদ হোসেন মুন্সীসহ জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এবার চতুর্থবারের মতো পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। ১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে স্বামী নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন। এর পর থেকে ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন। নিসচার আন্দোলনের ফল স্বরুপ ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওই বছর থেকেই বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছে। মূলত: সড়ককে নিরাপদ করতে সকল যানবাহনগুলোকে সচেতন করার জন‍্যেই প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে।