• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ড. ওয়াজেদ মিয়া অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন দ্রব্যমূল্য বেড়েছে, সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী

রাইসিনা সংলাপে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  

ভারতের দিল্লিতে আয়োজিত এবারের রাইসিনা সংলাপে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যোগ দেবেন না। আগামী ১৪-১৬ জানুয়ারি এ সংলাপ শুরু হতে চলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও দিল্লিতে রাইসিনা সংলাপের আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন। প্রতিবারই এ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী। তারই ধারাবাহিকতায় এবারও ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে পরবর্তী সময়ে তিনি সংলাপে অংশ নিতে পারছেন না বলে জানান। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। তিনি যেতে চাইলেও শেষ পর্যন্ত পারছেন না।

সূত্র জানায়, রোববার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে সফরে যাচ্ছেন।  তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ কারণেই তারা এবারের রাইসিনা সংলাপে অংশ নিতে পারছেন না।